অতিসম্প্রতি অত্র কার্যালয়ের নিয়মিত কার্যক্রম সমূহ চলমান কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে। প্রশিক্ষণই এ কার্যালয়ের প্রাণ। প্রাথমিক বিদ্যালয় গুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর পূণরায় খুলে দিলেও সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে পূণরায় সকল বিদ্যালয় সরকার বন্ধ ঘোষণা করেন। বিদ্যালয় গুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ থাকার কারণে ও সরকারি প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তার সাথে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার কারণে সকল প্রকার প্রশিক্ষণ কার্যক্রমও সরকার সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় রেখে বন্ধ রেখেছেন। সরকারি সকল সিদ্ধান্তকে দায়িত্বের সাথে প্রতিপালনের জন্য প্রশিক্ষণ ব্যতিরেকে অত্র কার্যালয়ের অন্যান্য কার্যক্রমগুলো চলমান রয়েছে। যেমন-অনলাইন ভিত্তিক “ঘরে বসে শিখি“ কার্যক্রমে অত্র কার্যালয় শিক্ষকদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছে, যেখান থেকে শিক্ষকগণ সিলেবাসের আলোকে তাদের তৈরিকৃত পাঠসমূহ ভিডিও করে আমাদের পোর্টালে আপলোড করার সুযোগ পাচ্ছে। এছাড়া স্বশরীরে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি মেনে তারা জুম ও গুগল মিট এ্যাপস্ এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সাথে সরাসরি পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস